পটুয়াখালী র্যাব-৮, সিপিসি-১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর যৌথ উদ্যোগে অদ্য ১৮/০৮/২০২০ইং তারিখ দুপুর আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার সদর থানার হেতালিয়া বাঁধঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা এবং পন্যের উপর মেয়াদ উত্তীর্ণ এর তারিখ না থাকার অপরাধে ১। মেসার্স সিকদার ফার্মেসী মোঃ সাইফুর রহমান (৪২), পিতা-মৃত আব্দুর বর সিকদার, সাং-পূর্ব হেতালিয়া, থানা- সদর, জেলা-পটুয়াখালীকে ৪,০০০/- টাকা এবং ২। নিউ রাফি ফার্মেসী মোঃ সাইফুল ইসলাম (৩৫), পিতা-মৃত মোঃ রফিকুল ইসলাম, সাং-পূর্ব হেতালিয়া, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ৬০০০/- টাকা সহ সর্বমোট ১০,০০০/- টাকা জরিমানা প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক, জনাব মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৫১ ধারা মোতাবেক অর্থদণ্ড প্রদান করা হয়।
[…] সোহেল রানা,পটুয়াখালীঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পটুয়াখালী ইয়ুথ ফোরাম ও ফোকাস ডায়াগনস্টিক সেন্টারের যৌথভাবে দিনব্যাপী ক্যাম্প আয়োজন করে ঝুঁকিপূর্ণ নারী ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরন করেছে করা হয়েছে। সোমবার (৩১ আগষ্ট) সকালে এ স্বাস্থ্য সেবা ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ প্রদান কর্মসূচীর উদ্বোধন করেন সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম শিপন। চিকিৎসা সেবা প্রদান করেন ফোকাস ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল অফিসার ডাঃ রোকসানা জাহান এমবিবিএস ও পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রতিনিধি ডাঃ সারমিন আক্তার, এমবিবিএস ও বিসিএস স্বাস্থ্য। এ সময় ফোকাস ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ মহেদী হাসান, পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি মোঃ জহিরুল ইসলাম, নির্বাহী পরিচালক হাসিবুর রহমান, ইউনিসেফ এলজিসি প্রকল্প সমন্বয়কারী ঈশিতা দে, শুকতারা মহিলা সংস্থার পরিচালক মাহফুজা ইসলাম প্রমুখ। বিভিন্ন স্বেচ্ছােসবী প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। […]