পটুয়াখালী র্যাব-৮, সিপিসি-১ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর যৌথ উদ্যোগে অদ্য ১৮/০৮/২০২০ইং তারিখ দুপুর আনুমানিক ১১.৩০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার সদর থানার হেতালিয়া বাঁধঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা এবং পন্যের উপর মেয়াদ উত্তীর্ণ এর তারিখ না থাকার অপরাধে ১। মেসার্স সিকদার ফার্মেসী মোঃ সাইফুর রহমান (৪২), পিতা-মৃত আব্দুর বর সিকদার, সাং-পূর্ব হেতালিয়া, থানা- সদর, জেলা-পটুয়াখালীকে ৪,০০০/- টাকা এবং ২। নিউ রাফি ফার্মেসী মোঃ সাইফুল ইসলাম (৩৫), পিতা-মৃত মোঃ রফিকুল ইসলাম, সাং-পূর্ব হেতালিয়া, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ৬০০০/- টাকা সহ সর্বমোট ১০,০০০/- টাকা জরিমানা প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সহকারী পরিচালক, জনাব মোহাম্মদ সেলিম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, পটুয়াখালী, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৭/৫১ ধারা মোতাবেক অর্থদণ্ড প্রদান করা হয়।