মোঃ শহিদুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধি:
পটুয়াখালী পৌর শহরে বৃষ্টি (৯) ও প্রিয়ঙ্কা (১২) নামের দুই শিশুর পুকুরে গোসল করতে গিয়ে মৃত্যু হয়েছে।
বৃষ্টির বাবা বলেন নিখিল ঋষি বলেন বৃষ্টি তৃতীয় ও প্রিয়ঙ্কা ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। বৃষ্টি ও প্রিয়াঙ্কা এরা দুজনে মামাতো- ফুফাতো বোন। প্রিয়াঙ্কার বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ এলাকায়। প্রিয়াঙ্কা দাস মামার বাড়ি পটুয়াখালীতে বেড়াতে এসেছিলেন।
পৌর শহরের তিতাস সিনেমা হল এলাকার বাসিন্দা নিখিল ঋষি জানান, শনিবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে বৃষ্টি,ও প্রিয়ঙ্কা সহ অন্য শিশুরা গোসল করতে ফরেস্ট কলোনির পুকুরে যায়। গোসল শেষে বৃষ্টি ও প্রিয়ঙ্কাকে দেখতে না পেয়ে বাড়ির লোকদের খবর দেয়া হয়। এবং পুকুরের ভিতর অনেক খোঁজাখুঁজির পরে পুকুর থেকে বৃষ্টি ও প্রিয়াঙ্কার দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে পরিবারের লোকজন। তাৎক্ষণিক ভাবে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।