ডেস্ক: কণিকা কাপুর, সাজিদ খানের পর এ বার করোনা আক্রান্ত হলেন ‘ইয়ে রিশতা ক্যায়া কহেলতা’ খ্যাত মোহেনা কুমারী সিংহ। শুধু তাই নয়, মোহেনা ছাড়াও তার শ্বশুর, শাশুড়ি, স্বামী সহ পরিবারের আরও ২২ জন সদস্যও আক্রান্ত হয়েছেন এই মারণরোগে। মোহনার স্বামী উত্তর প্রদেশে ক্যাবিনেট মন্ত্রী সুয়েশ রাওয়েত। তার শ্বশুর উত্তরাখন্ডের পর্যটক মন্ত্রী সতপাল মহারাজ। আপাতত করোনা আক্রান্ত তারাও। বিভিন্ন সুত্র থেকে জানা যাচ্ছে আক্রান্তদের মধ্যে মোহনার শাশুরি, ননদ এবং তার পাঁচ বছরের ছেলে হাসপাতালে চিকিৎসাধীন। তবে বাকি সদস্যদের সংক্রমণের গুরুতর কোনো লক্ষণ দেখা না দেওয়ায় আপাতত বাড়িতেই চিকিৎসা হচ্ছে তাদের।
সোমবার ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন মোহেনা। সেখানে তিনি লেখেন, ‘ঘুমোতে পারছি না। কঠিন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। প্রার্থনা করছি সবকিছু যাতে আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। সবাই খোঁজ নিচ্ছেন, তার জন্য ধন্যবাদ।’
গত বছর ১৪ অক্টোবর সুয়েশ রাওয়েতকে বিয়ে করেন মোহেনা। তিনি নিজেও রাজ পরিবারের সন্তান। মধ্যপ্রদেশের রেওয়ার রাজা পুষ্পরাজ সিংহ মোহেনার বাবা।