রানী আহম্মেদ নিজস্ব প্রতিবেদকঃ
পরীমণির প্রতি অসন্তোষ প্রকাশ করলেন ম্যাজিস্ট্রেট
আদালতে নির্দিষ্ট সময়ে হাজির হননি চিত্রনায়িকা পরীমণি। আসেন প্রায় তিন ঘন্টা দেরিতে। পরীমণির এই দেরিতে উপস্থিত হওয়ায় তার প্রতি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।
এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় স্থায়ী জামিনের আবেদন করেন পরীমণির আইনজীবী আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। সে আবেদনের শুনানিতে অংশ নিতে আজ সকাল ১০টায় আদালতে হাজির কথা ছিলো পরীর। কিন্তু সকাল ১০ টায় না এসে তিনি আসেন বেলা প্রায় ২টায়। ঠিক সময়ে না আসাতেই তার প্রতি আদালতে অসন্তুষ প্রকাশ করেন ম্যাজিস্ট্রেট।
পরীর স্থায়ী জামিনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে তার জামিন বিষয় শুনানি হয়। আবেদনের শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার স্থায়ী জামিন মঞ্জুর করে আদেশ দেন।
সিআইডির পুলিশ পরিদর্শক কাজী মোস্তফা কামাল গত ৪ অক্টোবর পরীমণির মামলায় আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে পরীমণির সঙ্গে সহযোগী আশরাফুল ইসলাম দিপু ও কবির হাওলাদারকে আসামি করা হয়।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর এ মামলায় পরীমণির গাড়িসহ জব্দ করা ১৬ আলামত ফেরত দেওয়ার আদেশ দেন আদালত।