পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, নবাগত ওসি রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কেএম আরিফুজ্জামান তুহিন, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, জিএম আব্দুস সালাম কেরু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজান আলী শেখ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, অধ্যক্ষ আজহার আলী, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দীন আহমেদ, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, সমবায় কর্মকর্তা জাকারিয়া, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, প্যানেল চেয়ারম্যান শংকর বিশ^াস, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ। সভায় ঈদকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন করা, বেপরোয়া মটর সাইকেল চালানো বন্ধ, বিপন বিতান গুলোতে নিরাপত্তা জোরদার করা, তরমুজ পরিবহনে চাঁদাবাজি বন্ধ, সরকারি খাল উদ্ধার, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির ইজারা আদায়ে প্রতিবন্ধকতা দূর করা, থানার সামনে বঙ্গবন্ধু চত্বরের স্থাপনা উচ্ছেদ, চুরি ও মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।