সাতক্ষীরা জেলা প্রতিনিধি
পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার ছাত্র মোঃ আবু হুরায়রা দীর্ঘদিন ধরে এজমা ও চোখের কর্ণিয়া সমস্যায় ভুগছেন। সে কুমিরা ইউনিয়নের অভয়তলা গ্রামের দিন মজুর মাসুদুর রহমানের ছেলে। তার চোখের অপারেশন করাতে ১ লক্ষ ১০ হাজার টাকা খরচ হবে বলে জানিয়েছে রাজধানী ঢাকার ভিশন আই হসপিটাল কতৃপক্ষ। তার দিন মজুর বাবার পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব বলে সমাজের বিত্তবানদের সহযোগীতা কামনা করেছেন।
ইতিমধ্যে মাদ্রাসা ছাত্র আবু হুরায়রার ২৯ পারা কোরআন খতম দেওয়া শেষ হয়েছে। আর মাত্র একটি পারা খতম দেওয়া হলে সে পাগড়ী পেয়ে হাফেজ উপাধি লাভ করবে। ইতি পূর্বে সে জেলার হয়ে ইসলামী সঙ্গীত ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
তার উজ্জ্বল ভবিষ্যৎ ফিরে পেতে, স্বু-শিক্ষায় শিক্ষিত হয়ে স্বুস্থ জীবন গড়তে ও স্বাভাবিক জীবনে ফিরতে সমাজের বিত্তবানদের মানবিক সাহায্যের হাত বাড়ানোর জন্য আকুল আবেদন জানিয়েছেন তার বাবা দিনমজুর মাসুদুর রহমান।
সাহায্য পাঠাতে তার বাবার ব্যক্তিগত নগদ ও বিকাশ একাউন্ট নম্বর দেওয়া হলো- ০১৭৬৩ ৭৪৩৩৮২ । প্রয়োজনে উক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন তার বাবা।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..