এ,এইচ,এম তারেকুজ্জামান ফাইন প্রধান,লালমনিরহাট জেলা প্রতিনিধি :- গত কাল ১৪/০৭/২০ ইং মঙ্গলবার পাটগ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মাননীয় এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মোতাহার হোসেন মহোদয়, কমান্ডিং অফিসার মহোদয়, ৬১বিজিবি, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান জনাব মোঃ রুহুল আমিন বাবুল মহোদয়, পাটগ্রাম পৌরসভার মেয়র জনাব মোঃ শমশের আলী মহোদয়, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মশিউর রহমান মহোদয়, ও অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ।
সভায় সর্বসম্মতি ক্রমে ১১টি সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়, যথাক্রম ঃ-
১। গরু সহ অন্য কোন ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করবে না।
২। দহগ্রাম থেকে কোন মাংস কেউ নিয়ে আসতে পারবে না।
৩। সকল ধরনের চোরাচালান কঠোর হস্তে দমন করা হবে।
৪। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়ে সকলকে সম্মিলিতভাবে কাজ করে এর মূলোৎপাটন করতে হবে।
৫। বাল্যবিবাহ নিরোধে সবাইকে একসাথে কাজ করতে হবে।
৬। আসন্ন ঈদ উপলক্ষে গরুর হাট শীলের ডাঙা মাঠে স্থানান্তর করা হবে এবং হাটে যেন স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হয় সেটা নিশ্চিত করতে হবে।
৭। পশু জবাইয়ের পূর্বে ভ্যাটেনারি সার্জন অথবা স্যানিটারি ইন্সপেক্টর এর প্রত্যায়ন নিতে হবে।
৮। ঘরের বাইরে আসলে অবশ্যই মাস্ক পরতে হবে।
৯। সীমান্তের ১৫০ গজের মধ্যে নতুনভাবে কেউ কোন স্থাপনা নির্মাণ করতে পারবে না।
১০। সীমান্তে কোন সমস্যার উদ্ভব হলে সাধারণ জনগণকে বেশি উৎসুক হবার প্রয়োজন নেই। বিজিবি সেটা দেখবে।
১১। করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। সচেতনতাই পারে আমাদের সুরক্ষা দিতে।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে হেয় করে কোন পোস্ট যেন না করা হয় সেই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। করোনা পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন সমুন্নত থাকে সে বিষয়ে সকলের সহযোগিতা চাওয়া হয়।
সভায় উপস্থিত থেকে ফলপ্রসূ করার জন্য মাননীয় এমপি মহোদয়, সিও মহোদয় ও চেয়ারম্যান মহোদয়কে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। সভার অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে এবং সবার মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মশিউর রহমান মহোদয়।