রংপুর জেলা প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় হাফিজুর রহমান (৪২) নিহত হয়েছেন। এ ঘটনা ঘটে শুক্রবার পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের পালানু শাহাপুর গ্রামে ।
অভিযোগে জানা গেছে, উক্ত গ্রামের হাফিজুর রহমানের সঙ্গে একই গ্রামের সুলতান মন্ডলের পুত্র আলমগীর হোসেনের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে শুক্রবার সকালে আলমগীরের পক্ষের লোকজন জোরপূর্বক হাফিজুর রহমানের জমিতে আইল দিতে গেলে হাফিজুর রহমান আপত্তি জানায়। এ সময় আলমগীর হোসেনের লোকজন অতর্কিতভাবে হাফিজুরের উপর হামলা করে, এতে হাফিজুর গুরুতর আহত হয়। সে সময় হাফিজুরের পক্ষে সাইদুল, সফিকুল ও সাইদুর রহমান এগিয়ে আসলে তারাও আলমগীর পক্ষের লোকজনের হামলার শিকার হন এবং আহত হন। আহতদের মধ্যে হাফিজুর রহমানকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, সন্ধ্যার পর হাফিজুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মামলা হয়েছে, মামলা নং-১৭, তারিখ-১৮ জানুয়ারি ২০২১। মামলার পর পীরগঞ্জ থানার পুলিশ, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিপন মন্ডল ও মুক্তি মন্ডল নামের ২ জনকে গ্রেফতার করে কোর্টের মাধ্যমে রংপুর জেল হাজতে প্রেরণ করেন। এদিকে লাশের ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের হাতের তুলে দেয়ার লক্ষ্যে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।