1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
পুরো দেশে যোগাযোগে ভূমিকা রাখবে বঙ্গবন্ধু টানেল: প্রধানমন্ত্রী
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীর অভিযানে মিরপুর ১ নং মুক্তিযোদ্ধা মার্কেটের সামনের ফুটপাতের চাঁদাবাজ কামাল গ্রেফতার সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনকে অপহরণের চেষ্টায় থানায় অভিযোগ  কলকাতায় দেখা মিলল সাবেক পুলিশ কমিশনার ও মন্ত্রী রাসেলকে সাংবাদিক দ্বীন ইসলামের উপর মাদক সম্রাট মাসুদ পারভেজের হামলা, নিন্দা প্রকাশ বিভিন্ন সংগঠনের ট্রাফিক পুলিশের সহযোগিতাকারী হিসেবে ৭শত ছাত্রকে নিয়োগ দিবে সরকার রাজশাহী বাঘা উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন।  সাভারে ছিনতাইকারীদের হামলায় নিহত এক ভুয়া নিবন্ধনে ১৪ বছর চাকুরী করছেন রোজিনা খাতুন খাজরা ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান ডালিম গ্রেফতার লোহাগড়া উপজেলায় দীর্ঘ ১৫ বছর পর বিএনপি’র কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত

পুরো দেশে যোগাযোগে ভূমিকা রাখবে বঙ্গবন্ধু টানেল: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩, ৪.০৭ পিএম
  • ১২৩ বার পঠিত
  • শাহাদাত হোসাইন 

 

বঙ্গবন্ধু টানেল পুরো দেশের যোগাযোগ ব্যবস্থায় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বক্তব্যের প্রথমেই বঙ্গবন্ধু টানেল তৈরিতে ভূমিকা রাখায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরসহ সংশ্লিষ্ট সকল সচিব, প্রকৌশলী, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ও সব কর্মকর্তা কর্মচারীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, শুধু ঢাকা-চট্টগ্রাম নয়, গোটা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় ভূমিকা রাখতে বঙ্গবন্ধু টানেল। এখন আর কাউকে ঝড়-ঝঞ্ঝা উপেক্ষা করে চলাচল করতে হবে না। নদীর তল দিয়েই এই টানেলের মাধ্যমে যাতায়াত করতে পারবে মানুষ।

এ সময় বিএনপির আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের পতন ঘটাবে বলে নানা রকমের আন্দোলনের হুমকি দেয়। একটা কথা স্পষ্ট বলতে চাই, জনগণের ভোটে নির্বাচিত হয়েই আওয়ামী লীগ বাংলাদেশকে উন্নয়নশীল দেশে নিয়ে গেছে। ওসব ভয়ভীতি আওয়ামী লীগকে দেখিয়ে লাভ নেই। বরং খালেদা জিয়া ভোট চুরি করেছিল বলেই, জনগণ আন্দোলন করে তাদের ক্ষমতা থেকে সরিয়েছে। এটা তাদের মনে রাখা উচিত।

প্রধানমন্ত্রী বলেন, গত নির্বাচনে জনগণ নৌকায় ভোট দিয়েছিল বলেই আজ এই উন্নয়ন সম্ভব হচ্ছে। নৌকা যখনই ক্ষমতায় আসে, তখনই দেশের উন্নয়ন সাধিত হয়। তবে আওয়ামী লীগ যখনই দেশের উন্নতি করে, বিএনপি-জামায়াত এসে সেগুলো ধ্বংস করে।

বিএনপি আগুন দিয়ে মানুষ মারে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ও আমার গোটা পরিবারকে হত্যার সাথে জড়িত ছিল বিএনপি। তারা ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতি ও লুটপাট করেছে। আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। সেই সময় এই চট্টগ্রামই ছিল সন্ত্রাসের রাজত্ব। আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই রাজত্ব শেষ করে চট্টগ্রামকে শান্তির অঞ্চল হিসেবে গড়ে তুলেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews