নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশায় ১১ বছর বয়সের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে এহসান আলী(২০) ও সাব্বির হোসেন(২০) নামের দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।
আটক এহসান আলী উপজেলার কালাইবাড়ী গ্রামের আলম আলীর ছেলে ও সাব্বির হোসেন উপজেলার সুরানন্দ গ্রামের হাফিজউদ্দিনের ছেলে।
এ ঘটনায় মেয়ে নিজে বাদী হয়ে পোরশা থানায় একটি মামলা করেছেন।জানা গেছে, ১১ বছরের ঐ মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এহসানের। বিয়ের প্রলোভনে চলতি মাসের ৮তারিখ মেয়ের নানি বাড়ি পোরশা উপজেলার একটি গ্রাম থেকে তারা পালিয়ে যায়। গভীর রাতে এলাকার একটি আম বাগানে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে এহসান। এসময় মেয়েটির চিৎকার শুনে সাব্বির ঘটনাস্থলে আসে এবং এহসানকে ধরার চেষ্টা করে। তখন এহসান পালিয়ে যায়। এসময় সাব্বির মেয়েটিকে ধর্ষণ করে।
এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ সফিউল আজম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমরা দুই আসামিকে আটক করেছি।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।