নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা নিতপুর কপালী মোড়
ও সরাইগাছী হাইস্কুল মাঠে, কৃষকের বিভিন্ন রকম ফল ফসল উৎপাদন সমস্যা জটিলতার সমাধান দিতে।পোরশা কৃষি অধিদপ্তর থেকে চলছে গ্রামে গঞ্জে উঠান বৈঠক।
এ সময় কৃষকের বিভিন্ন মতামত জানতে চাইলে,কৃষক কারেন্ট পোকা নিয়ে বেশি প্রশ্ন তোলেন।উত্তরে কৃষি কর্মকর্তা জানান, আমরা চাইলে কারেন্ট পোকা দমন করতে পারি। এ সময় কৃষি কর্মকর্তা জানান, যে কারেন্ট পোকা আলো বাতাস থেকে আঁধারে থাকতে বেশি ভালবাসে।সে ক্ষেত্রে আমরা যদি দুয়েকটা কারেন্ট পোকা দেখতে পাই,তাহলে ধানে যেন ফাঁড়ি দিয়ে আলো বাতাস প্রবেশ করাতে পারি।
আর আমরা বিষ প্রয়োগ যদি করি,তাহলে অবশ্যয় ধানের গোড়ায় গোড়ায় বিষ প্রয়োগ করি।
আমাদের অধিকাংশ কৃষক ভাইকে দেখা যায় তারা
ধানের আগালে অর্থাৎ ধানের পাতার উপর বিষ প্রয়োগ করে।আর পাতার উপর বিষ প্রয়োগের ফলে আমাদের কারেন্ট পোকা,মাজরা পোকা, ব্লাস্ট,ক্ষতি করেই চলেছে। যা তাদের আমরা দমন করতে পারছিনা,তাই আমরা এ নিয়ম মেনে ধান চাষাবাদ করি,ইনশাআল্লাহ কারেন্ট পোকা, মাজরা পোকা,ব্লাস্ট এর হাত থেকে রক্ষা পাব।
এই সুন্দর পরামর্শ পেয়ে কৃষকরা অনেক আন্দদিত ও উচ্ছাসিত।
এসময় উপস্থিত ছিলেন কৃষিবিদ সঞ্জয় কুমার সরকার উপজেলা কৃষি অফিসার পোরশা, নওগাঁ।আখতারুল ইসলাম উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার।আব্দুল হাই উপসকারী কৃষি অফিসার সামিরুল ইসলাম উপসহকারী কৃষি অফিসার পোরশা, নওগাঁ।