নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া (দেওনাপাড়া) গ্রামের অতুল বর্মন (৪৫) নামে এক জামাতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার ভোরে উক্ত গ্রামের পাশের আম বাগানে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও পারিবারীক সূত্রে জানা যায়, অতুল বর্মনেরর বাবার বাড়ী একই উপজেলা গুন্দইল গ্রামের মৃত. সোনাল বর্মনের পুত্র। অতুল বর্মন প্রায় ৩০ বছর পূর্বে গাঙ্গুরিয়া(দেওনাপাড়া) গ্রামের হরেন্দনাথ বর্মনের মেয়েকে বিয়ে করে। প্রায় ২০ বছর যাবত স্ত্রীকে নিয়ে শশুরবাড়ীতে বসবাস করছিলো এবং তাদের সংসারে এক ছেলে ও মেয়ে রয়েছে।
তারা আরো জানায়, মঙ্গলবার আমাদের সাপ্তাহিক হাট থাকায় অতুল প্রায় বিকাল ৪টায় হাটে যায় এবং বাজার করে লোক মারফত বাজার বাসায় পাঠায় এবং বাবার বাসা গুন্দইলে যাবে বলে বাসায় আসতে দেরী হবে। কিন্তু তিনি রাত হলেও বাসায় ফিরেনি, সকালে গ্রামের পাশের আম বাগানে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। তার আত্মহত্যার সঠিক কারণ জানা না গেলেও স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন।পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, নিহতের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।