নাহিদ নওগাঁ (পোরশা)প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা উপজেলা সকাল হতেই কুয়াশা সরেই রোদের মুখ দেখতেই এক অলৌকিক ঘটনা শুনতে পেয়ে উপচেপড়ে মানুষের ভির ১নং নিতপুর ইউনিয়ান ০৭ ওয়ার্ড গোপীনাথপুর দিঘিপাড়া গ্রামে ১টি বাচ্চার দুটি মাথা চারটি চোখ দুইটি মুখ এবং তিনটি কান সহ একটি ছাগলের বাচ্চার জন্ম হয়েছে আজকে সকাল আনুমানিক ৯টার দিকে মোঃ আব্দুল মান্নানের বাড়ীতে।
ছাগলের বাচ্চাটিকে দেখতে বিভিন্ন পাড়া, মহল্লার ও দুরদুরান্তের মানুষ ছুটে আসেন, আরাই ঘন্টা পড় ছাগলের বাচ্চাটিকে গ্রামমো পশু ডাক্তার মূত্য বলেন জানান।