নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের পিতা লুৎফর রহমান (৮০) বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী……রাজিউন)।
রবিবার সন্ধায় গাঙ্গুরিয়ার মিছিরা গ্রামে তার নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। সোমবার জোহরের নামাজের পর ২টা সময় তার নামাজে জানাজা শেষে হয়। পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে মৃতুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৫ মেয়ে, নাতি, নাতনী সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃতুতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন, যুবলীগ সাধারন সম্পাদক মাহমুদুল হাসান খোকন, নিতপুর ইউপি আওয়ামী লীগ সভাপতি এনামুল হক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব,পোরশা থানা অফিসার ইনচার্জ ও,সি শফিউল আযম খন, সম্পাদক এম রইচ উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন