1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতির নিন্ম আদালতে আত্মসমর্পণ জামিন নামঞ্জুর জেল হাজতে প্রেরন ফুলবাড়িতে যথাযথ মর্যাদায় সশস্ত্রবাহিনী দিবস উদযাপিত বাসে উঠাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজ ছাত্রদের সংঘর্ষে রণক্ষেত্র সাইন্সল্যাব এলাকা আইজিপি হিসেবে নিয়োগ পেলেন বাহারুল আলম পুঠিয়ায় সাথী ক্লিনিককে ১০ হাজার জরিমানা, সাংবাদিকের হুমকি নড়াইলে মদ্যপানে ১স্কুল ছাত্রীর মৃত্যু,আরও ১ জন হাসপাতালে ভর্তি রাজশাহীতে গোপনে মৃত ব্যাক্তির জমি বিক্রয়ের অভিযোগ নিয়োগে বৈধতা না থাকলেও,জাহিনুর বেগমের দাবী তিনি প্রধান শিক্ষক  তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক ও রেলপথ অবরুদ্ধ করে রেখেছেন ছাত্ররা

প্রত্যন্ত অঞ্চলে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • আপডেট টাইম : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১, ৫.১২ পিএম
  • ৩৫৪ বার পঠিত

আশিকুর রহমান আশিক বিশেষ প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গত শনিবার (৪ ডিসেম্বর) ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং ডোনেট ফর ভূরুঙ্গামারী ফাউন্ডেশন বাংলাদেশের যৌথ উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ভূরুঙ্গামারী উপজেলার প্রত্যন্ত অঞ্চল, যেই অঞ্চলটির একদিক নদীবেষ্টিত এবং বাকি তিন দিকে ভারতীয় সীমান্ত বিদ্যমান; শিলখুঁড়ি ইউনিয়নের শালঝোড় গ্রাম, তথা উত্তর বলদিয়ার বিটপাড় নামক স্থানে, উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পটির আয়োজন করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং করোনার শুরু থেকে কাজ করে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ।’
মেডিকেল ক্যাম্পটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য বিভাগের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম। তিনি ফ্রি মেডিকেল ক্যাম্পটির শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং সেই সাথে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, “করোনার শুরু থেকে ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ সংগঠনটি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে একত্রে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। এছাড়া ভ্যাকসিনেশন কার্যক্রমেও সংগঠনটি উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে কাজ অব্যাহত রেখেছে।” এসময় তিনি সকলকে কোভিড-১৯ মহামারী প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণ করতে অনুরোধ জানান এবং এই মহামারী মোকাবেলায় ও প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
মেডিকেল ক্যাম্পটি দুপুর ১২ঃ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৪ঃ৩০ মিনিট পর্যন্ত চলে; যেখানে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী প্রায় শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এবিষয়ে ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি আশিকুর রহমান বলেন, “কোভিড-১৯ মোকাবেলায় আমাদের সংগঠনটি শুরু থেকেই উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগের সাথে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, প্রত্যন্ত অঞ্চলে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে জরুরী স্বাস্থ্যসেবা পৌঁছানোর লক্ষ্যে বিভিন্ন রিমোট এরিয়াগুলোতে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে; যা ভবিষ্যতেও চলমান থাকবে।”
উল্লেখ্য যে, প্রথমদিকে সংগঠনটির নাম ডোনেট ফর ভূরুঙ্গামারী থাকলেও, পরবর্তীতে সেটি বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সরকারিভাবে নিবন্ধিত হয় এবং নামটি আংশিকভাবে পরিবর্তীত হয়ে ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ নামে নামকরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews