তিনি ছয়ফুলকে ১ লক্ষ ৩০ হাজার টাকার একটা গরু,নগদ ১০ হাজার টাকা এবং গো-খাদ্য প্রদান করেন।সেই সাথে ছয়ফুল পুলিশের আইজিপি হতে আরেকটি গরু পায়।গরু পেয়ে এখন আর ছয়ফুলকে নিজ কাঁধে করে ঘানি টানতে হয়না।সন্তানেরা এখন ঠিকমত স্কুলে যেতে পারে।পরিবারে আস্তে আস্তে সচ্ছলতা ফিরে আসতে শুরু করেছে।ছয়ফুল জানায়,প্রধানমন্ত্রীর এ অবদান আমি কোনদিন ভূলতে পারবনা।আমি আমার বাবা-মায়ের ঐতিহ্য ধরে রাখতে চেয়েছিলাম।কিন্তু প্রধানমন্ত্রী আমাকে আরও উন্নত হতে সাহায্য করেছেন। আমি অনেক আনন্দিত।”এলাকাবাসির মতে এখন থেকে ছয়ফুল আরও বেশী তেল উৎপাদন করতে পারবে এবং বিক্রি করতে পারবে।যার ফলে তার জীবনে ফিরে আসবে সচ্ছলতা।এর আগে বহুদিন যাবত তারা দেখে আসছেন ছয়ফুল অনেক কষ্ট করে নিজ কাঁধে ঘানি টেনে, দিনে ৫-৬ ঘন্টা কাজ করে পরিবারের জীবিকার ব্যবস্থা করছে। প্রধানমন্ত্রীর সহযোগীতায় ছয়ফুলের পরিবার যেন আগামী দিনগুলো সুখে কাটায় এমনটাই প্রত্যাশা করছেন সকলে।