1. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  2. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
ফরিদপুর মধুখালীতে প্রাইভেট কার চালক হত্যার ঘটনায় আটক-৪ 
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইটভাটা মালিক হালিমের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা সাভারে ১৬ বছর দু:সময়ের কান্ডারী নির্যাতিত বিএনপি নেতা খোরশেদ আলম ডক্টর ল্যাব এন্ড কনসালটেশনের শেয়ার হোল্ডারদের সাথে প্রতারনার অভিযোগ লোহাগড়ায় জোড়া হত্যাকান্ডের পর বীরমুক্তিযোদ্ধার বাড়িতে লুটপাট ও ভাংচুরের অভিযোগ রাজশাহী মেডিকেলে ৫ পুত্রসন্তানের জন্ম দিলো আত্রাইয়ের মেরিনার সুন্দরগঞ্জে মাসকলাই চাষে বীজ-সার বিতরণ বাঘা জামে মসজিদের কমিটি গঠন কাশিমপুরে বিক্ষোভের জেরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড: শ্রমিকদের দাবি উপেক্ষিত স্বামীকে হত্যার পর ঘরে মাটি চাপা দেয়ার অভিযোগে স্ত্রীর স্বীকারোক্তি নড়াইলে নতুন পুলিশ সুপারের যোগদান

ফরিদপুর মধুখালীতে প্রাইভেট কার চালক হত্যার ঘটনায় আটক-৪ 

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ১০.১৪ পিএম
  • ১৮৭ বার পঠিত

নিরঞ্জন মিত্র ( নিরু) ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীতে মোঃ উজ্জ্বল

সরদার (৪৮) নামের এক প্রাইভেট কার চালককে হত্যা করে প্রাইভেট কার ছিনতাইয়ের ঘটনায় ৫ দিনের মধ্যে হত্যাকান্ডের রহস্য উদঘাটন করে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে প্রাইভেট কার উদ্ধার করা হয়।

 

(২৫ এপ্রিল) মঙ্গলবার দুপুর ২ টার সময় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস কনফারেন্সর মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোঃ শাহজাহান মোল্লা পিপিএম-সেবা।

 

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মাদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শেখ মোঃ আব্দুল্লাহ বিন কালাম, মধুখালী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কর, ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তুহিন লস্কর, মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।

 

আটককৃতরা হলেন, ঢাকা জেলার আশুলিয়া থানাধীন দেলোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ তপু (৩৩), তপু আন্তঃজেলা গাড়ি ছিনতাই চক্রের একজন সদস্য, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন বাগঝাপা গ্রামের সাব্বির শেখ (১৯) এবং উচু মাজরা গ্রামের মিন্টু মোল্লার ছেলে রানা মোল্লা (২২) ও মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মনিরুজ্জামানের ছেলে মুজিবুল ইসলাম সাইফ (৩০), মুজিবুল একজন চোরাই প্রাইভেটকার ক্রয়-বিক্রয় চক্রের সদস্য। আটককৃতদের কাছে থেকে ছিনতাই হওয়া প্রাইভেট কার ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

আটককৃতরা প্রাইভেট কার চালক উজ্জ্বল সরদারকে হত্যার দায় স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছে বলে পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ে জানান।

 

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর পুলিশ সুপারের নির্দেশনায় মধুখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম কৌশলগত নেতৃত্বে তথ্য প্রযুক্তির ব্যবহার ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে কাজ শুরু করে। পরে মধুখালী থানার একটি চৌকস টিম হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে ধারাবাহিকভাবে কাজ করে। এরই ফলশ্রুতিতে তদন্তে প্রাপ্ত তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত (১৯ এপ্রিল) থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই আসামীদেরকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃত ৪ জনকে আজ দুপুরে হত্যা মামলা রুজু করে ফরিদপুরের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

উল্লেখ্য, গত (১৯ এপ্রিল) বুধবার সকাল সাড়ে ৬ টায় মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের মথুরাপুর ফিডার সড়কের মথুরাপুর গ্রামের মান্দারতলা খালের পাড় থেকে প্রাইভেট কার চালকের লাশ উদ্ধার করে মধুখালী থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম মোঃ উজ্জ্বল (৪৮)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার তোয়ারডাঙ্গা গ্রামের জুবায়ের হোসেন ও মনোয়ার বেগমের দম্পতির ছেলে। তিনি স্ব-পরিবারে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় ভাড়া বাসায় থেকে ভাড়ায় প্রাইভেট কার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

 

এসময় ফরিদপুরের কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews