শাহিন আলম, গোমস্তাপুর থেকেঃ
চাঁপাইনবাবগন্জের গোমস্তাপুরে সুমাইয়া (১৬) ও রাফিজা( ১৪) নামে নিখোঁজ দুই কিশোরীকে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বুধবার গোমস্তাপুর থানা পুলিশ সুমাইয়াকে তার বোন তাজকেরা ও রাফিজাকে তার বাবা-মার কাছে হস্তান্তর করে। এর আগে মঙ্গলবার তাদের নারায়নগন্জের রুপগন্জ উপজেলার ভূলতা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। বুধবার সকালে তারা গোমস্তাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।গোমস্তাপুর থানার (ওসি) দিলিপ কুমার দাস জানান, গত শুক্রবার তারা রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় তাদের স্বজনরা রোববার গোমস্তাপুর থানায় একটি সাধারন ডাইরী করেন। জিঞ্জাসাবাদে ওই কিশোরীরা জানায়, তাদের পূর্ব পরিচিত রহনপুর ইউনিয়নের কাজিগ্রামের একরামের ছেলে বিপ্লব (২৪) তাদের নারায়নগন্জের ভূলতা এলাকায় এক আত্নীয়র বাসায় রেখে আসে। এদিকে, জিডির সূত্র ধরে পুলিশ বিপ্লবকে আটক করলে বিপ্লব তাদের সাথে নিয়ে যাওয়ার কথা স্বীকার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তাদের সেখান থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কিশোরীরা জানায় তারা স্বেচ্ছায় ঘর ছাড়ে। তবে রাফিজা জানায়, তার পরিবারের লোকজন জোরপূর্বক এক প্রবাসীর সাথে তার বিয়ের উদ্যোগ নিলে বান্ধবী সুমাইয়াকে সাথে নিয়ে সে রহনপুর থেকে বাস যোগে নারায়নগন্জের ভূলতায় পাড়ি জমায়