ফাল্গুনের শেষে বসন্তের উকি
শেখর চন্দ্র সরকার
ফাল্গুনের হাওয়ায় প্রকৃতির উস্কোখুস্কো রূপ,
বাতাসের সাথে ধুলোর খেলা,
মনে পড়ে যায় আমার ছোট বেলা।
প্রতিটি গাছের পাতায় ধুলোই মাখামাখি,
ঝরা পাতাগুলো বাতাসে এদিক-ওদিক,
শীতের শেষে ফুল ফুটেছে রাশি রাশি।
সাথে আমের মুকুলের মৌ মৌ,
গন্ধে আনাগোনা করে মৌমাছি।
মৌমাছির ভালোলাগা’র রূপ
ভালবাসা সেতো নয়।
মধু আহরণের তৃষ্ণা জেগেছে
মরনের কি আছে ভয়?
বিদ্যার দেবী পুজো নিয়েছে
কুল খেতে আর মানা কিসে
শিমুল গাছে নেই পাতা,
তবুও বাহারি তার উচু মাথা।
লালে লাল যেন বৃক্ষের রানী
শিমুল ফুলে ফুলে সেজেছে,
প্রকৃতির কন্ঠ গায়ক হোক সে
কালো কোকিল ডেকে চলেছে।
ফাগুনের প্রারম্ভে কুহু কুহু কলতানে
আমন্ত্রণ করছে যেন এসো হে বসন্ত
কলি গুলো সব ফুলের রূপে,
প্রকৃতি সাজে সাজে প্রাণবন্ত।
প্রকৃতির সেই রূপে অপরূপ নারী
লম্বা চুলে ফুলের বেণী,
ভালবেসে কাছে টানি।
সিঁথিতে সিঁদুর কপালে কালো টিপ
রাঙ্গা ঠোঁটে চোখে কাজল এটে।
ঋতুর এই অবদান ঈশ্বরের সুদৃষ্টি
প্রকৃতির অপরূপ সৃষ্টি,
বসন্ত গেলেই নামবে বৃষ্টি।