হাসনাত তুহিন,ফেনী থেকেঃ-
ফেনীতে সকাল থেকেই হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ঝটিকা মিছিল,অবস্থান কর্মসূচির মাধ্যমে কর্মীরা প্রথম দিনের হরতাল পালন করেন।
সকালে শহরের এস এস কে রোড়ে হেফাজতের কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে।মিছিলটি ফেনীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিপালের মূল পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।
দুপুর হতেই ধাপে ধাপে ঝটিকা মিছিল বের করে হেফাজতের কর্মীরা।বড় মসজিদ ও মিজান রোড়ের মূল সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে হরতালের সমর্থনে অবস্থান নেন।সকাল হতে সন্ধ্যা পর্যন্ত সমগ্র ফেনী জুড়ে শান্তিপূর্ন হরতাল পালিত হয়।তবে সমগ্র শহর জুড়ে গাড়ি ভাংচুর,দোকান পাট ভাংচুর বা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা খরব পাওয়া যায় নি।
সকাল থেকেই পুলিশের অবস্থান ছিল চোখে পড়ার মত।শহর জুড়ে মোড়ে মোড়ে পুলিশের কঠোর অবস্থান ছিল। হরতালে পুলিশ কোনরূপ বাধা বা লাঠিচার্জ করার ঘটনা ঘটে নি।অনেকটা নিরব দর্শকের ভূমিকা পালন করেন পুলিশ।
হেফাজতের দায়িত্বশী”নেতাকর্মী পূর্ব নির্ধারিত ঘোষনা অনুযায়ী কোনরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটানোর নির্দেশনা করা হয়েছে,আগামীকালকের হরতালও আজকের মত সাধারন ও শান্তিপূর্ন ভাবে পালন করা হবে” বলেন।
Leave a Reply