২৭ ডিসেম্বর বুধবার সন্ধ্যা সাত ঘটিকার সময় দাগনভূঞা থানার সামনে দুই মোটরসাইকেল আরোহীর বেপরোয়া গাড়ির ধাক্কায় মোঃ ফারুক (৬৩) নামে একজন ব্যাক্তি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
এদিকে দুই মোটরসাইকেল আরোহী মারাত্মক আহতহন।আহত দুজনকে পথচারীরা উদ্ধার করে দাগনভূঞা সরকারি হাসপাতালে ফেরন করেন।একজন দাগনভূঞা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে অপরজনকে গুরুতর অবস্থায় ফেনী সদর হাসপাতালে প্রেরণ করেন।
মোটরসাইকেল আরোহীরা হলেন, দুধ মুখা চন্ডিপুর জাকির হোসেনের ছেলে মোটরসাইকেল চালক আপনান, নোয়াখালী জাঙ্গালিয়া গ্রামের জাবেদুল্লার ছেলে শাহাবুদ্দিন।