নিরেন দাস,বিশেষ প্রতিনিধি:
প্রিয় পাঠক ভাই ও বোনেরা বর্তমান বাংলাদেশ পুলিশ এর অতিরিক্ত আইজিপি”ব্যাপক সুনামধন্য পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব মহোদয়ের লেখা “ঠার বেদে জনগোষ্ঠীর ভাষা” বইটি ২০২৩-ইং সালের অমর একুশে বইমেলায় শৈল্পিক গুণমান বিচারে পাঞ্জেরী প্রকাশিত ও গবেষক কর্তৃক নির্বাচিত এই বইটি পড়ে বেদে জনগোষ্ঠীদের সম্পর্কে আরো অসংখ্য অজানা অনেক কিছু জানতে পারবেন। তাই দেড়ি না করে আজই দেশের যেকোনো লাইব্রেরী থেকে বইটি সংগ্রহ করে নিজে বইটি পড়ুন পাশাপাশি অন্যকেও বইটি পড়তে উৎসাহিত করুন।
প্রচারেঃ- সাংবাদিক নিরেন দাস
(বিশেষ প্রতিনিধি)
জাতীয় দৈনিক সূর্যোদয়
(সাধারণ সম্পাদক)
উপজেলা প্রেসক্লাব,আক্কেলপুর”জয়পুরহাট।
(যুগ্ম সাধারণ সম্পাদক)
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি,রাজশাহী বিভাগীয় কমিটি।
(সহ-প্রচার সম্পাদক)
সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ(ইউএসবি) কেন্দ্রীয় কমিটি।
——