শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতে আহত বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবির ইসলাম খান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার বিকাল ৩টা ৫ মিনিটে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) ও হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে( আইসিইউ) মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শজিমেকের উপ পরিচালক ডাঃ আব্দুল ওয়াদুদ।
গত ১১ মার্চ রাতে গুরুতর আহত অবস্থায় তাকবিরকে ভর্তি করানো হয়।তার শরীরে একাধিক জখম চিহ্ন ছিল। মূলত অতিরিক্ত রক্তক্ষরণ, হার্টের সমস্যা এবং বুকে আঘাতের কারণে ভর্তির পর থেকে তার অবস্থা খারাপের দিকে যেতে থাকে। পরে অবস্থার অবনতি হলে সোমবার সন্ধ্যায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকাল ৩টা ৫ মিনিটে তাকবির মারা যান।
জানা যায়,গত বৃহস্পতিবার দুপুরে মোটর সাইকেলের ধাক্কাকে কেন্দ্র করে রাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। শহরের জিলা স্কুলের প্রাচীর ঘেঁষে থাকা পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ৯ জন আহত হন। এ ঘটনায় নিহত তাকবীর ইসলাম খানের মা আফরোজা ইসলাম বাদী হয়ে গত ১৩ মার্চ বগুড়া সদর থানায় আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফসহ সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৩৫ জনের মামলা করেন।অপরদিকে আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা সোহাগ হাসান বাদী হয়ে নিহত তাকবীর ইসলাম খানসহ ১২ জনের নাম উল্লেখসহ আরও ২০-২৫ অজ্ঞাত জনের নামে মামলা করেন।