শেখর চন্দ্র সরকার বগুড়া জেলা প্রতিনিধিঃ
বাংদেশ নদী মাতৃক দেশ কিন্তু ছোট নদী গুলো আজ মরতে বসেছে। বৃষ্টি বন্যার দেশে মাটি ক্ষয়ে নদীর অস্তিত্ব দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। ছোট নদী গুলো আজ যেন আবাদি জমি হয়ে উঠেছে। তারপরেও প্রশাসনের চোখকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে অহরহ
মাটি দস্যু বালু দস্যুদের কারবার।
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন এর অন্তর্গত খামটা হাটের পশ্চিম পাশে পাতাইর গ্রামের পাশ দিয়ে বয়ে চলা গাংনই নদী যেন আর নদী নেই পুকুরে পরিণত হয়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় পাতাইর গ্রামের কতিপয় ক্ষমতাসীন লোক গাংনই নদী দখল করে মাছ চাষ ও হাঁস পালন করার জন্য নদীর পূর্ব পাশ থেকে শুরু করে পশ্চিম পাশ পর্যন্ত প্রায় হাফ কিলো মিটার দুই পাশে দুইটা বাঁধের সৃষ্টি করেছে। বাস,কাঠ নেটর জাল ও বাসের বেড়া দিয়ে মজবুত করে তৈরি করা হয়েছে। যার কারণে নদীটির জলপ্রবাহ বন্ধ হয়ে গেছে। আজ গাংনই নদীটি প্রতিবন্ধকতার শিকার।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, আমাদের বাধা দেওয়ার কোন ক্ষমতা নেই। কারণ তারা আমাদের চেযে অনেক ক্ষমতাসীন ব্যক্তি। তাদের বিরুদ্ধে কথা বলার কেউ নেই। তিনি আরো বলেন এর আগেও অনেক সাংবাদিক ও প্রশাসনিক লোক এসেছে তাদের সঙ্গে কি কথা হয়েছে আমি জানিনা।আমাকে উদ্দেশ্য করে তিনি বলেন বাকিটা তো আপনি দেখতে পাচ্ছেন কিভাবে নদীটির দুই পার্শে বাঁধ দেওয়ার মতো করে বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন আপনার পত্রিকার মাধ্যমে আমি প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি।