শেখর চন্দ্র সরকার,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজার গাছসহ একজনকে গ্রেফতার করেছে। এসআই চাঁন মিয়া ও এএসআই আবুল কালাম আজাদ একটি চৌকস টিম নিয়ে ৮ই নভেম্বর রাতে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংসর গ্রামের চাঁন মিয়ার ছেলে ফেরদৌস আলম (৪৫) এর বাড়ির ভিতর থেকে ১০ ও ৭ ফুট লম্বা ২টি গাঁজার গাছ উদ্ধার করে। সেই সাথে গাঁজা গাছ সহ ফেরদৌস আলমকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত আসামী এর বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) পুলিশ গ্রেফতারকৃত ফেরদৌস আলমকে জেলা কোর্ট হাজতে প্রেরণ করে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শওকত কবির বিষয়টি নিশ্চিত করেছে।