চট্টগ্রাম দক্ষিণ জেলা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্টিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-এর প্রথম সেমিফাইনাল খেলা ২৩ মার্চ মঙ্গলার বিকেলে উপজেলা সদরের শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলায় নির্ধারিত সময়ের মধ্যে ১-১ গোলে সমাপ্ত হওয়ায়। পরে টাইব্রেকারে লোহাগাড়া ইউনিয়ন ফুটবল একাদশ ৫-৪ গোলে বড়হাতিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উঠে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবিরের সভাপতিত্বে প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু। উদ্বোধক ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,লোহাগাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ ও লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল খালেক , উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী , মেসার্স এম এ আজিজ এন্টারপ্রাইজের মালিক এম.এ আজিজ।
আরো উপস্থিত ছিলেন শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আবু বক্কর, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস ছালাম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে শামসুল আলম , মাস্টার সুজিত পাল প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, সাংবাদিক, সাবেক ফুটবলার এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।