শহিদুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নাম বিহীন একটি মাছ ধরা ট্রলার উল্টে গিয়ে দুইজনের মৃত্যু হয়। পরে অন্য ট্রলারের জেলেরা ইসা সিকদার (৩৫) ও আলম মোল্লা (৫৫) নামে দু’জনের লাশ উদ্ধার করে।
ওই ট্রলারে মোট ৮ জন জেলে ছিল। তাদের মধ্য থেকে ৬ জন জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। এরা হলেন মোঃ জহিরুল মোল্লা, সেলিম খান, মোহাম্মদ নজরুল মোল্লা, পনু খান মোঃ রুবেল চৌকিদার ও বাদল হাওলাদার । তাদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়ার পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে । জেলেরা সবাই কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চরবালিয়াতলী গ্রামের বাসিন্দা ।
জানা গেছে,উপজেলার চরবালিয়াতলী এলাকার মো.নজরুল মোল্লা’র নামবিহীন একটি ট্রলার ৮ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে ইলিশ শিকারে যায়। কুয়াকাটা থেকে আনুমানিক ৩২ কিলোমিটার গভীরে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় জেলেদের মধ্যে দু’জন ঢেউএর তোড়ে হাড়িয়ে যায় । এ সময় ৬ জেলে বয়া (ভাসা) ধরা অবস্থায় প্রায় ১৫ ঘন্টা ভাসমান থাকার পর অপর একটি ট্রলারের জেলেরা তাদেরকে উদ্ধার করে।
ট্রলারে থাকা জেলে রুবেল চৌকিদার ও পনু খান জানান, সাগরে জাল ফেলানো অবস্থায় হঠাৎ ঝড় শুরু হয় তাৎক্ষনিক ট্রলারটি উল্টে যায়। এসময় সাগরে তারা বয়া ধরে ভাসমান অবস্থায় ছিল । তবে স্রোতের কারনে ইশা শিকদার ও আলম মোল্লা দু’জন হারিয়ে যায়।