বরিশাল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার কবাই ইউনিয়নের পাণ্ডব নদীর তীরে চরলক্ষ্মীপাশা গ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, স্থানীয়রা উপজেলার চরলক্ষ্মীপাশা গ্রামের একটি বাগানে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বাকেরগঞ্জ থানার ওসি (অপারেশন) মো. মোমিন জানান, নিহত যুবকের গলা ছুড়ি দিয়ে কাটা ও রক্তাক্ত ছিল। ধারণা করা হচ্ছে, কেউ তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
Leave a Reply