নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) গাইবান্ধা জেলা থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য ঘোষিত এ নতুন কমিটির সভাপতি হয়েছেন ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাকিবুজ্জামান সরকার বিক্ষোভ ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আবু কাওছার সরকার কনক।
রোববার (৫ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টাগণ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটির সহ সভাপতি হিসেবে মোশাররফ হোসেন লিমন, মো. আউয়াল প্রধান আবির, মো. ইয়াসমিন আরাফাত, সানজিদা সিথি, নীহারিকা শারমিন বর্ষা, রায়হানুল করিম রাফাত, সুমন মিয়া, লাহুদ মিয়াসহ রয়েছেন আরও অনেকেই। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে আবরীন জাহান বীপা, তরিকুল ইসলাম রোমান, মেহেদী হাসান, আশিকুর রহমান, বাপ্পি ঘোষ, প্লাবনসহ অনেকেই।
সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসাইন, জাহিদ হাসান, মারুফুল ইসলাম তৌহিদ, আলিফা হাবিব, অর্থ সম্পাদক মো. মাহফুজুর রহমান, উপ-অর্থ বিষয়ক সম্পাদক বিপ্লব হাসদেক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. সৈকত হাসান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাফরিন আক্তার অন্তরা, ছাত্রী বিষয়ক সম্পাদক আশা রহমান, ক্রীড়া সম্পাদক মো. ফয়সাল ইসলাম, দপ্তর সম্পাদক মো. জলিলুর রহমান জুয়েল, প্রচার সম্পাদক সিনথিয়া সুমি, উপ-প্রচার সম্পাদক কে এম মাসুম রেজা।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে মো. বুলবুল ইসলাম, মো. পাপুল মিয়া, মো. জোবায়ের আহসান মুসকাত, মো. রামীম আহমেদ।