অনলাইন ডেস্ক: বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শাহ আলমের বাসার এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আত্মহত্যার খবর পেয়ে রোববার সকালে বসুন্ধরা চেয়ারম্যানের বাড়িতে গিয়ে সাইফুল ইসলাম (৩৯) নামে ওই কর্মচারীর লাশ উদ্ধার করা হয় বলে ভাটারা থানার ওসি মোকতারুজ্জামান জানিয়েছেন।
তিনি বলেন, “একটি ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানালা দিয়ে একজনকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে দরজা ভেঙে মৃতদেহ নামানো হয়।”
বসুন্ধরা আবাসিক এলাকায় যে বাড়িতে শাহআলম থাকেন, সেই বাড়ির নিচতলার একটি কক্ষে সাইফুলের লাশ পাওয়া যায় বলে ওসি জানান।
শ্যালকের মাধ্যমে প্রায় দেড় বছর আগে ওই বাড়িতে কাজ নিয়েছিলেন সাইফুল। তিনি বাজার করার কাজ করতেন।
সাইফুলের কক্ষে একটি চিরকূট পাওয়ার কথা জানিয়ে ওসি বলেন, “লাশের কাছে একটি চিরকূট পাওয়া গেছে, যেখানে দরিদ্রতাকে দায়ী করা হয়েছে।
“মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলার পাশাপাশি শাহ আলম এবং তার পরিবারের সদস্যদের প্রশংসা করে বলেছে, তারা গরিবের জন্য কাজ করে।”
চিরকুটটি সাইফুলের হাতের লেখা কি না, তা যাচাই করা হবে বলে পুলিশ কর্মকর্তা মোক্তারুজ্জামান জানান।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
সাইফুলের বাড়ি ময়মনসিংয়ের ত্রিশালে। তার স্ত্রী-সন্তান সেখানেই থাকেন।