মোহাম্মদ জুবায়ের
চতুর্থ ধাপে আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম-বিষয়ক সম্পাদক সৎ, পরিচ্ছন্ন রাজনীতিবীদ জননেতা খোরশেদ আলমের দোয়াত-কলম প্রতীকের সমর্থনে জলদী, গুনাগরী, চাম্বোল ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা, উঠান বৈঠক, মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনী প্রচারণা, উঠান বৈঠক, মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আব্দুল আল মামুন, ইয়াসির আরাফাত, ফয়সাল বাপ্পি, বাঁশখালী সরকারী আলাউল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুল আলম, মহানগর ছাত্রলীগের সম্পাদক মন্ডলীর সদস্য রায়হানুল কবির শামীম, ফাহাদ আনিছ, আমিনুল ইসলাম শাওন, উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ সোহেল, থানা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মসিউর রহমান, মিজানুর রহমান, শাহজাহান চৌধুরী, সিটি কলেজ ছাত্রলীগ নেতা অর্কিড দে, বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ খোরশেদ, সিফাতসহ আরো অনেকেই।
নেতৃবৃন্দ বলেন দক্ষিন জেলা আওয়ামী রাজনীতির খোরশেদ আলম দুঃসময়ের একজন ত্যাগী নেতা। তিনি বাঁশখালী যে কোন দুঃসময়, দুর্যোগে সবসময়ই মানুষের পাশে ছিলেন। তিনি আগামী ৫ই জুন নির্বাচিত হলে বাঁশখালী একটা মডেল উপজেলায় পরিণত করবেন। শিক্ষা ক্ষেত্রে অগ্রাধিকার, সড়ক এবং কাঠামোগত উন্নয়ন ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাঁশখালী উপজেলার জনগণের মাঝে সরকারি সকল ধরনের সুযোগ-সুবিধা পৌঁছে দিবেন।