আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার সাভারে বাংলাদেশ -কোরিয়া মৈত্রী হাসপাতালে কইটা (KOITA) এর পক্ষ থেকে চিকিৎসা সরঞ্জামাদি ও কিট হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবু হোসেন মোঃ মঈনুল আহসান এর প্রতিনিধি সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদার উপস্থিতিতে এইসব সরঞ্জামাদি হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরিয়ান রাষ্ট্রদূত মি. লি জ্যাং কিউ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেবিএএ এর সভাপতি মঞ্জুর হোসেন এমপি, ইকোনোমিক রিলেশন ডিভিশন এর যুগ্ম-সচিব মোঃ শাহরিয়ার খালেদ সিদ্দিকী।
অনুষ্ঠানে ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবু হোসেন মোঃ মঈনুল আহসান এর প্রতিনিধি সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০১৯ সালে সারাদেশের স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর যৌথভাবে প্রথম হয় এবং ২০২০ সালেও যৌথভাবে প্রথম হয়েছে। আর সাভারের ইতিহাসে এবারই এই স্বাস্থ্য কমপ্লেক্স ন্যাশনাল হেলথ মিনিষ্টার’স অ্যাওয়ার্ড অর্জন করে।
এসময় ডা. সায়েমুল হুদা আরও বলেন, আমি বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতাল পরিদর্শন করেছি এবং এই হাসপাতালের কার্যক্রম সন্তোষজনক পেয়েছি।
এসময় ডা. মোহাম্মদ সায়েমুল হুদা কোরিয়ান রাষ্ট্রদূত এবং কইটা (কোরিয়া) এর প্রতিনিধিদলের নিকট জানান যে, কইটা ইতোমধ্যে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আই সেন্টারের জন্য ১০ কোটি টাকার বাজেট প্রদান করেছে যার অধিকাংশ সরঞ্জামাদি পৌঁছে গেছে। তবে জনবলের অভাবে সেন্টারের কাজ শুরু করা যাচ্ছে না বলেও জানান তিনি।
উল্লেখ্য, এসময় প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিগণ হাসপাতালের ভিতরে বৃক্ষরোপণ করেন।
Leave a Reply