আশিফুজ্জামান সরাফত, চট্টগ্রাম :
ক্ষেত্রে অবদানের জন্য চলতি বছর (২০২৩) বাংলা ভাষা পদক দিয়েছেন সাংবাদিক ওসমান এহতেসাম পরিচালিত ছাত্র সংগঠন ‘স্বপ্নের বাংলা শিক্ষার্থী ফোরাম।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম একাডেমিতে ব্যারিষ্টার সানজীদ রশিদ চৌধুরীর সভাপতিত্বে এ পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সমাজ বিজ্ঞানী ড.ইফতেখার উদ্দিন চৌধুরী।
স্বপ্নের বাংলা শিক্ষার্থী ফোরাম এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকতায় পাঁচ জন, সমাজ সেবায় চারজন, সাহিত্যে দুইজন ও মুক্তিযুদ্ধে ১ জন বাংলাভাষা পদক পেয়েছেন।
‘মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে প্রফেসর মাসুদা এম রশীদ চৌধুরী (এম.পি) (মরণোত্তর) বাংলা ভাষা পদক লাভ করেন। মরণোত্তর বিজয়ীর পক্ষে তাদের পরিবারের সদস্যরা পদক গ্রহন করেন।
সাংবাদিকতার ক্ষেত্রে পদক পেয়েছেন টেলিভিশন উপস্থাপক সৈয়দ দিদার আশরাফী, দৈনিক একাত্তর সংবাদ সম্পাদক সুমন সেন, আব্দুল্লাহ আল ফয়সাল ও উদীয়মান তরুন সাংবাদিক সাইফুর রহমান আকন্দ নিশাদ এই বাংলা ভাষা পদকে ভূষিত হন। সমাজ সেবা ক্ষেত্রে পদক পেয়েছেন ড.সিরাজুল ইসলাম, এম.হামিদ হোছাইন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহান উদ্দিন, এডভোকেট মোহাম্মদ রুহুল আমিন। সাহিত্য ক্ষেত্রে পদক পেলেন সুবর্না দাশ মুনমুন এবং সাব্বির আহমদ খান।
নির্বাচিত প্রত্যেককে বাংলা ভাষা পদকের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রথম বারের মতো চালু করা হয় এই বাংলা ভাষা পদক। এ পদক ছাড়াও নিজ সংগঠনের মধ্যে দেওয়া হয় করোনা পদক। মহামারী কোভিড-১৯ এ বিশেষ অবদান রাখায় করোনা পদক পেয়েছে সংগঠনের প্রতিষ্ঠাতা ওসমান গণি (এহতেসাম), সৌরভ বিশ্বাস, মোঃ রফিক ইসলাম ও সাজ্জাদ হোসেন। উক্ত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক প্রজেষ কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান উদ্দিন ও চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ দিদার আশরাফী। বিটিভি ও বেতার উপস্থাপক দিলরুবা খানম এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্বপ্নের বাংলা শিক্ষার্থী ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব ওসমান গণি এহতেসাম। অনুষ্ঠান শেষে ২০০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
বাংলা ভাষা পদক প্রদান উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী গত মঙ্গলবার এক বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, একুশের শহীদগণ যেমন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান, তেমন দেশের বিভিন্ন ক্ষেত্রে সকল গুণীজন জাতির গর্ব ও অহংকার। যদিও প্রকৃত গুণীজন পুরস্কার বা সম্মাননার আশায় কাজ করেন না, তবু পুরস্কার-সম্মাননা জীবনের পথ চলায় নিরন্তর প্রেরণা যোগায়।
এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার বাংলা ভাষা স্মারক সম্মাননাও প্রদান করা হয়। এ পুরস্কারে ভূষিত হন ০৬ জন। তারা হলেন- সাংবাদিকতায় মোঃ সৈয়দ নূর রাসেল , আবদুল মোমিন , মোঃ জাফর আলী, হামিদুল ইসলাম, যুব নেতৃত্বে মোঃ দিদার আলী, সৈয়দ মোহাম্মদ সাহেদ আলম (মনি) ও সমাজ সেবায় নির্মল কান্তি চক্রবর্তী।