1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
বাউফল ব্যবসায়ী ও বৃদ্ধাকে পিটিয়ে জখম  
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমাদের সব শেষ হয়ে গেছে -আসিফ মাহমুদ সজিব ভূইয়া উলিপুরে ছাত্রলীগ নেতা সিদ্দিকুর গ্রেফতার পাইকগাছার রাড়ুলীর বেড়িবাঁধ দ্রুত সংস্কার, খাল খনন ও সুইচগেট নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান চট্টগ্রাম নগরীতে অনুষ্ঠিত হলো নবজাগরণের স্বাক্ষর কর্মশালা উলিপুরে জাঁকজমক পূর্ণ ভাবে খ্রীস্টধর্মালম্বীদের বড়দিন উৎসব পালন মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা রবিন খান পশ্চিম ছাত্রদলের সভাপতি মনোনীত চকরিয়ায় ইটভাটা গুলো গিলে খাচ্ছে পাহাড় ও বন রহস্যজনক কারণে নিরব প্রশাসন পাইকগাছায় ৩১৪কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও ৪২ কেজি কারেন্ট জাল জব্দ দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি -শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

বাউফল ব্যবসায়ী ও বৃদ্ধাকে পিটিয়ে জখম  

  • আপডেট টাইম : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১, ৬.৩৮ পিএম
  • ১৯৫ বার পঠিত

আমির হোসেন, বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল জমি সংক্রান্ত বিরােধিতার জের ধরে আওয়ামী লীগ নেতার নেতৃত্ব এস.এম আসাদুল তালুকদার(৩৪) নাম এক ব্যবসায়ীর ওপর হামলা চালানাে হয়েছে। এ সময় লােহার রড দিয়ে পিটিয়ে তাকে রক্তাক্ত জখম করা হয়ছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে নাজিরপুর ইউনিয়নের নিমদী গ্রামের তালুকদার বাড়ীর দক্ষিন পাশে নজরুল তালুকদারের দােকানের সামনে এ ঘটনা ঘটে। আহত আসাদুলকে ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়ছে । পর অবস্থার অবনতি হলে আজ বুধবার সকাল বরিশাল শের-ই-বাংলা মডিকল কলজ হাসপাতাল পাঠানা হয়েছ।
জানা গেছ, নাজিরপুর ইউনিয়নর নিমদী গ্রামর বাসিদা আসাদুল তালুকদারর সঙ্গে প্রতিবেশি কামাল হাসন খানের(৫০) জমি সংক্রান্ত বিরােধ চলে আসছিল। কামাল নাজিরপুর ইউনয়নর ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগর সভাপতি। আসাদুল ছঁয়হিস্যা তাঁতরকাঠী চমুহনী বাজারর তালুকদার এটারপ্রাইজর স্বত্তাাধিকারী। ঘটনার দিন রাতে ছঁয়হিস্যা বাজার থেকে নিজ বাড়ী নিমদী গ্রাম ফিরছিলেন আসাদুল। এ সময় বাড়ীর দক্ষিন পাশে নজরুলের দােকানের কাছে পৌছালে কামাল খানের নেতৃত্বে আমিনুল ইসলাম টিটু(৪০),কামালের ছেলে রনি(২০)সহ আরা ৪/৫ জনের একটি দল আসাদুলকে লােহার রড ও লাঠিসাটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে চলে যায়। পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে ভর্তি করে।
এর আগে একই দিনে রাত ৮ টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের সেলিম মুন্সী ও তাঁর ছেলে আলামিনের নেতৃত্বে আরাে ৭/৮ জনের একটি দল দশমিনা উপজেলার বহরমপুর গ্রামের বাসিদা ইসমাইল মৃধা(৫০) নাম এক বৃদ্ধাকে পিটিয়ে আহত করছে। দাশপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের সেলিম মুন্সীর বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। আহতকে বাউফল উপজলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়ছে।
জানা গেছে, এক বছর আগ ইসমাইল মৃধার ছেলে রাজিবের সঙ্গে সেলিম মুন্সীর মেয়ে নুপুরের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পরই স্বামী.-স্ত্রীর মধ্য সম্পর্কর অবনতি হলে ৩ মাস আগে নুপুর বাপের বাড়ী চলে যায়। পর এ নিয়ে শালিস বৈঠক নুপুরকে ২ লক্ষ টাকা দিয়ে উভয়ের সম্মতিতে তালাক দেয়ার কথা বলে।  ইসমাইল মৃধা নুপুরের বাবা সেলিম মুন্সীকে ওই টাকা দিয়ে ছেলের বউ নুপুরকে তালাক দিতে অপরাগতা প্রকাশ করায় তাঁর ওপর হামলা চালানা হয়েছে ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানা হয়ছে। লিখিত অভিযাগ পেলে তদস্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews