বাগেরহাটের চিতলমারীতে সুখি বেগম (২৫) নামের পাঁচ মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার বারাশিয়া বিলের মধ্যে মৎস্য ঘেরের পাড়ের ঘরের আড়ার সাথে ওড়নায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধারার করা হয়। তবে নিহতের পরিবারের দাবি পারিবারিক কলহের জের ধরে হত্যা করে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে।
অন্তঃসত্ত্বা গৃহবধু উপজেলার বারাশিয়া গ্রামের ওবাইদুল্লাহ ওরফে বাঘার স্ত্রী এবং বড়বাড়িয়া গ্রামের হাসেন শেখের মেয়ে।
নিহতের চাচা জাকির শেখ বলেন, বিয়ের পর থেকেই স্বামী ওবাইদুল্লাহ ও তার পরিবার সুখীকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। কয়েকবার মারধর ও নির্যাতনও করেছে তারা। আমাদের মনে হয় যৌতুকের জন্য ওরা সুখীকে মেরে ঝুলিয়ে রেখেছে।
চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার এক ধরণের দাবি করেছেন। আমরা সে বিষয় খতিয়ে দেখছি। এছাড়া ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।ছবি সংযুক্ত আছে।