আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
আশুলিয়ায় সন্তানের হাতে বাবা হত্যা মামলায় খুনী সন্তান মোহাম্মদ আফাজ উদ্দিনকে ছায়া তদন্ত করে ২৪ ঘন্টার ভিতরে গ্রেফতার করেছে র্যাব-৪।
বুধবার (২০ অক্টোবর) ভোর রাতে আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি রক্তমাখা বটি, একটি রক্তমাখা বিছানার চাদর ও একটি রক্তমাখা লুঙ্গিসহ আসামীকে গ্রেফতার করা হয়।
এর আগে, গত ১৯ অক্টোবর আশুলিয়ার শিমুলিয়া এলাকায় রাতের অন্ধকারে নুর মোহাম্মদ (৬৮) কে বটি দ্া দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। উক্ত ঘটনায় চাঞ্চল্যের তৈরি হওয়ায় র্যাব ছায়া তদন্ত শুরু করে ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
আসামী আফাজ উদ্দিন উক্ত হত্যাকান্ডের পর থেকেই পলাতক ছিল। সে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা না পড়ার জন্য বারংবার তার স্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে।
র্যাব-৪ জানায়, গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দীসহ উক্ত হত্যার সাথে তার সংশ্লিষ্টতা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।