রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচরে কিশোরীদের বাল্যবিবাহ এবং বিলম্বিত গর্ভধারণ বিষয়ে ধর্ম গুরু, স্থানীয় জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টদের মাঝে কর্মশালা আয়োজন করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নূয়েন খীসার সভাপতিত্বে এবং স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক চিকিৎসক ডা. দোলন দাশ, মেডিকেল অফিসার ডা. প্রনয় মল্লিক আকাস, হেলথ ইন্সট্রাক্টর কিরণ ধর চাকমা, স্থানীয় মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার প্রতিষ্ঠান সমূহের কমিটির প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বাল্যবিবাহের কুফল সমূহ তুলে ধরেন এবং সঠিক সময়ে গর্ভপাত করতে প্রসূতি মহিলাদের চিকিৎসা সেবা কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।