1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
বিএনপি ও আওয়ামীলীগ প্রার্থীকে হারিয়ে গোবিন্দগঞ্জে স্বতন্ত্র মেয়র প্রার্থী রাফি জয়ী
বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে গোপনে মৃত ব্যাক্তির জমি বিক্রয়ের অভিযোগ নিয়োগে বৈধতা না থাকলেও,জাহিনুর বেগমের দাবী তিনি প্রধান শিক্ষক  তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে সড়ক ও রেলপথ অবরুদ্ধ করে রেখেছেন ছাত্ররা লোহাগড়ায় দুই ভাই হত্যার ঘটনায় আসামি ২৯ কারাগারে সাভারের সন্ত্রাস ও মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয় রাজশাহীতে সরকারি জায়গা দখল করে বিএনপি নেতাদের অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ নড়াইলে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সাভারে সান্তনা (৩৫) নামের একজন গৃহবধুর মরদেহ উদ্ধার শেখ হাসিনাস সহ পলাতক আসামিদের ফিরিয়ে আনতে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে প্রসিকিউশনের চিঠি লোহাগড়ায় জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান সুমন গ্রেফতার

বিএনপি ও আওয়ামীলীগ প্রার্থীকে হারিয়ে গোবিন্দগঞ্জে স্বতন্ত্র মেয়র প্রার্থী রাফি জয়ী

  • আপডেট টাইম : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১, ২.১২ এএম
  • ২১৯ বার পঠিত
আল ইমরান হাসিব
গোবিন্দগঞ্জপ্রতিনিধি:
সারাদেশের ন্যায় তৃতীয় বারের মতো গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরেপেক্ষ করার লক্ষে নির্বাচন কমিশন , আইন শৃংখলা বাহিনী, প্রশাসনের কর্মকর্তা, নির্বাচনে সংশ্লিষ্ট কর্মচারীদের সঠিক ও কঠোর দায়িত্ব পালনের মধ্য দিয়ে ব্যাপক ভোটার উপস্থিতিতে শান্তিপূর্ন পরিবেশে সর্বকালে সেরা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার প্রতিটি ভোট কেন্দ্রে শান্তিপূর্ন পরিবেশে শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। সারাদিন ভোট গ্রহন শেষে প্রাপ্ত ফলাফলে গঠিত হবে আগামী পাঁচ বছরের জন্য নতুন পৌর পরিষদ। ভোট প্রদান শেষে নিজেদের পছন্দের প্রার্থীর জয়ের খবরের আশায় বসে থাকার পর অবশেষে মিললো ভোটারগণ নিকট প্রাপ্ত ফলাফল। এ ফলাফলে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত প্রার্থীদের ব্যাপক ভোটে হারিয়ে অবশেষে স্বতন্ত্র মেয়র প্রার্থী মুকিতুর রহমান রাফি নির্বাচিত হলেন ।
এ নির্বাচনে ১৫ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মোঃ মুকিতুর রহমান রাফি নারিকেল গাছ প্রতিকে ১১ হাজার ১৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দিপ্রার্থী হিসাবে বিএনপির ফারুক আহম্মেদ ধানের শীষ প্রতিকে ৫৪৯৪ ভোট আওয়ামীলীগের মো.খন্দকার জাহাঙ্গীর আলম নৌকা প্রতিকে পেয়েছেন ৫০৩৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী জহুরা খাতুন আনিকা মোবাইল ফোন প্রতিকে পেয়েছেন ৫০ ভোট, ইসলামি আন্দোলন বাংলাদেশ আনিছুর রহমান হাত পাখা মার্কায় ২১৮ ভোট । নির্বাচনে মোট পাঁচ মেয়র প্রার্থীসহ ১৩ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৩৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। পৌরসভায় ৯ টি ওয়ার্ডে মোট ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ১৫টি কেন্দ্রে ৯২টি বুথে মোট ভোটার ছিলেন ২৯ হাজার ৯শ ৭৯ জন ভোটার । যাদের মধ্যে মহিলা ভোটার সংখ্যা ১৫ হাজার ৩০৫ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১৪ হাজার ৬৭৪ জন ।
পৌরসভার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আব্দুল মতিন , জেলা পুলিশ সুপার মোহাম্মাদ তৌহিদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং কর্মকর্তা আব্দুল মোত্তালিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ। ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপার বলেন শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের দিক নির্দেশনা বাস্তবায়নে সর্বদা সোচ্চার রয়েছে আইন শৃংখলা বাহিনী সদস্যরা সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
সর্বকালের সেরা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে দাবী করে পৌরসভার নারী পুরুষ ভোটারগণ ভোট প্রদান শেষে বলেন ,শান্তিপূর্ন পরিবেশে সকলের সাথে লাইনে দাড়িয়ে অধির আগ্রহ নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি আশা করি আমাদের প্রার্থীগণ জয়ী হয়েছেন ।
নির্বাচন কে ঘিরে জেলার ও উপজেলার গণমাধ্যমকর্মীদের মিলন মেলায় পরিণত হয়েছে । তারা পৃথক পৃথকভাবে সবকয়টি ভোট কেন্দ্র ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন । তারাও স্বীকার করেন গোবিন্দগঞ্জ পৌরসভায় সর্বকালের সেরা নির্বাচন অনুষ্ঠিত হলো । আর এ নির্বাচনে জনতার ভোটে নির্বাচিত হলেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র পৌর পিতা জননেতা মোঃ মুকিতুর রহমান রাফি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews