নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা নিতপুর সীমান্তে বিজিবির কড়া নজরদারিতে নিতপুর সীমান্ত নিরাপদ অবস্থান করছেন বলে জানান নিতপুর আমজনতা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে, এই কনকনে শীতের মধ্যেও সারা রাত্রী ডিউটি পালন করেন ও সীমান্ত পাহারা দিয়ে যাচ্ছেন বলেই, আমরা নিতপুর বাসী নিরাপদ ভাবে বসবাস করছি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বীরত্ব ও ঐতিহ্যের গৌরবমন্ডিত এক সুশৃঙ্খল আধা-সামরিক বাহিনী,বাংলাদেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু এবং মাদক পাচার প্রতিরোধসহ অভ্যন্তরীণ শান্তি,শৃঙ্খলা রক্ষার কাজে বিজিবি ‘অতন্দ্র প্রহরী’র দায়িত্ব পালন করে যাচ্ছে তাই আজ নিতপুর সীমান্ত দিয়ে কোনো চোরা চালান ও রাখাল রাতের আধারে ভারত বর্ডার অতিক্রম করতে পারছেন না।
এই ব্যাপারে ১৬ ব্যাটালিয়ান বিজিবি’র নিতপুর কম্পানি কমান্ডার বলেন আমি ও আমার সদস্য বাহিনী সবাই সজাগ আছি ও থাকবো।
দেশ ও জাতির নিরাপদ সুরাক্ষার কথা মাথায় রেখে আমরা সর্বদা জনগণের পাশে থাকবো।