বিদেশি মদসহ হেলেনা জাহাঙ্গীর আটক
তৌহিদ আহমেদ রেজা,
বিদেশি মদসহ হেলেনা জাহাঙ্গীর আটক
বিদেশি মদ ও বিভিন্ন মালামালসহ আওয়ামী লীগের পদ হারানো নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র্যাব।বৃহস্পতিবার মধ্য রাতের দিকে রাজধানীর গুলশান-২’র ৩৭ নম্বর রোডস্থ তার বাসায় অভিযান শেষে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে। র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল খায়রুল ইসলাম আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পদ হারানোর আগে হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের উপ-কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন।
বিভিন্ন মালামালের মধ্যে হরিণের চামড়া, ক্যাসিনো খেলার সরঞ্জাম, বিদেশি মুদ্রা, ওয়াকিটকি সেট, ড্রোন ক্যামেরা, ক্যাঙ্গারু চামড়া, অনেকগুলো চাকু রয়েছে। এগুলো তার বাসাই পাওয়া গেছে, সেগুলো জব্দ করা হয়েছে। এক ব্রিফিংয়ে জব্দ করা মালামালের তথ্য জানিয়েছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
হেলেনা জাহাঙ্গীরের নামে বন্য প্রাণী আইন, মাদকদ্রব্য,বিদেশি মুদ্রা রাখার অপরাধসহ একাধিক মামলা হবে বলেও জানিয়েছে র্যাব। এদিকে মিরপুরে তার মালিকানাধীন মিরপুরস্থ জয়যাত্রা টেলিভিশন কার্যালয়ে অভিযান চালানো হবে বলে জানিয়েছেন র্যাবের একজন কর্মকর্তা। সরকারের অনুমোদন ছাড়াই টেলিভিশনটি পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
প্রসঙ্গত, সম্প্রতি আওয়ামী চাকরিজীবী লীগ নামে একটি সংগঠন খুলে তোপের মুখে পড়েন হেলেনা জাহাঙ্গীর। এরপর রোববার এক বিজ্ঞপ্তিতে দলীয় পদ থেকে তাকে বহিষ্কার করা হয়।