গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ির পাশের ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সৈয়দালির ছেলে রাজাউল, মা রেখা বেগম (৪০) ও তার ৮ম শ্রেণি পড়ুয়া নাতি সুজন (১৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, রেখা বেগম তার ছেলে রাজাউল ও নাতি সুজনকে নিয়ে বাড়ির পাশের ডোবা জমিতে সন্ধ্যার পর আলো জ্বালিয়ে মাছ ধরতে যায়। এ সময় জমিতে পড়ে থাকা বিদ্যুৎ-এর তারে জড়িয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্যাহিল জামান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনটি লাশই দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে তাদের বাড়িতে রয়েছে। এ নিয়ে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।