নগরীর পাঁচলাইশ থানাধীন বিবিরহাট বড়বাড়ি সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের পরিকল্পিত হামলায় মোকতিয়ার হোসেন নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। ২৩ নভেম্বর বৃহস্পতিবার রাতে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়।
ঘটনা সুত্রে জানা যায়, জায়গা সংক্রান্ত একটি সমঝোতা বৈঠক শেষে চিহ্নিত একদল সন্ত্রাসী কর্তৃক হামলায় গুরুতর মোকতিয়ারকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। মোঃ আজাদ লিটনের নেতৃত্বে হাসান, মানিক, রাফি, নূর মোহাম্মদ, জিদান সিয়াম সহ অজ্ঞাত সন্ত্রাসীদের উপর্যুপরি হামলায় আহত মোকতিয়ার হোসেনের ভাই আমজাদ হোসেন বাদী হয়ে এ ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মামলার বাদী আমজাদ হোসেন বলেন, ছাত্রলীগ নেতা রবিনের নেতৃত্বে আমার ভাইয়ের উপর একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায় যা সিসি টিভি ক্যামরায় সংরক্ষিত আছে। রবিনের নির্দেশে সিসি টিভি ক্যামরা ভাংচুর সহ উক্ত সন্ত্রাসীরা অবৈধভাবে আমাদের জায়গায় অনুপ্রবেশ করে এলোপাতাড়ি ভাংচুর চালায়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি কারণ এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবদুল কুদ্দুসের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে, এ ঘটনায় পাল্টাপাল্টি আরও একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।