ব্রাহ্মণবাড়িয়া -৫ সংসদীয় আসনের নির্বাচনে ফয়জুর রহমান বাদল (নৌকা প্রতীক) নিয়ে ১৬২হাজার ৩৩৫ ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ১৬৫হাজার ৬৩৫ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি প্রার্থী মোবারক হোসেন দুলু (লাঙ্গল প্রতীকে) ৩৩৭৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
গতকাল রোববার রাত ১০টায় সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে এ তথ্য জানা গেছে। সংসদীয় এই আসনে ভোটযুদ্ধে অংশ নেন ৭জন প্রার্থী। নবীনগর উপজেলায় নৌকা প্রতীকে ১৬৫হাজার ৬৩৫ ভোট ও লাঙ্গল প্রতীকে ৩৩৭৮ ভোট, মিনার প্রতীকে ২৭৫৪ভোট তৃতীয় অবস্থানে রয়েছেন ইসলামে ঐক্য জোট প্রার্থী মাওলানা মেহেদী হাসান এছাড়া বাংলাদেশ তরিকত ফেডারেশন পার্টির প্রার্থী সৈয়দ জাফরুল কুদ্দুস (ফুলের মালা ) ৭২৬ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (একতারা) ৭৬২ভোট এবং স্বতন্ত্র প্রার্থী এ কে এম মমিনুল হক সাইদ (ঈগল ) ৪৭১ভোট
ও হাবিবুর রহমান তৃণমূল বিএনপি (সোনালী আঁশ) ৪৩৩ ভোট পেয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যদিয়ে বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নবীনগর উপজেলার ২০টি ইউনিয়ন, ১টি পৌরসভা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া -৫ আসন গঠিত। এখানকার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩২ হাজার৩০৭জন