ডেস্ক : বিশ্বে রোববার ১ লাখ ৮৩ হাজার ২০ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে। মহামারী শুরু হওয়ার পর ২৪ ঘণ্টায় এটাই সর্বোচ্চ শনাক্তের ঘটনা।
রয়টার্স জানায়, এদিন উত্তর ও দক্ষিণ আমেরিকাতেই শনাক্ত হয়েছে ১ লাখ ১৬ হাজার। এর মধ্যে ব্রাজিলেই রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ হাজারের বেশি।
এর আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত ছিল ১৮ জুন, ১ লাখ ৮১ হাজার ২৩২।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টা পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ৮৯ লাখ ৫০ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৪ লাখ ৬৮ হাজারের বেশি।
তবে বিশ্বে করোনাভাইরাসে প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও অনেক বেশি বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন।