জিহাদ হোসাইন, লক্ষীপুর জেলা প্রতিনিধি :
বিয়ের দিনে মিলল যুবকের মৃতদেহ।চাঞ্চল্যকর ঘটানাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুর উপাজেলার ৬নং কেরোয়া ইউনিয়েনের ৬নং ওয়ার্ডে।শুক্রবার (২ অক্টোবর) নাজির উদ্দিন পোলের গোড়ার জগার বাড়ীর বাগানের ভিতরের একটি পুকুর থেকে আবদুল কাদের নামে এক যুবকের লাশ উদ্ধার করে রায়পুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়,কেরোয়া ইউপির ৬নং ওয়ার্ডের রিয়াজ উদ্দিন খলিফা বাড়ির মোঃ জয়নাল আবেদিনের ছেলে আবদুল কাদের।মৃত আবদুল কাদের বাবার সাথে ফজরের নামাজ পড়তে খলিফা বাড়ির মসজিদের উদ্দেশ্যে বের হয়ে যায়।একপর্যায়ে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে বাবা থেকে আলাদা হয়ে অন্যত্র চলে যায়। নামাজ শেষে তার বাবা জয়নাল আবেদিন ছেলেকে দেখতে না পেয়ে অনেক খোঁজা-খুজি করতে থাকেন।প্রায় এক ঘণ্টা খোঁজা-খুজি শেষে নাজির উদ্দিন পোলের গোড়ার জগার বাড়ির (ছাড়া বাড়ি) বাগানের ভিতরের একটি পুকুরে তার মরদেহ উপুড় অবস্থায় দেখতে পায় স্থাীয়নরা।পুকুরটিতে কোমর পরিমান থাকায় মৃতের ঘটনাটায় জনমনে সন্দেহ থেকে যায়।পরে রায়পুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত ওসি আবদুল জলিল জানান, ৬নং কেরোয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নাজির উদ্দিন পোলের গোড়ার জগার বাড়ির (ছাড়া বাড়ি) বাগানের বিতরের একটি পুকুর থেকে একটি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।মরদেহটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুরে সদর হাসপাতাে পাঠানো হয়েছে।ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নিবো।
এদিকে বিয়ের দিনে যুবকের মৃত্যুর বিষয়টি কোনো ভাবেই মেনে নিতে পারছেনা মৃতের স্বজনরা।এমন একটি ঘটনা হবে তা কোনোভাবে মেনে নিতে পারছে না এলাকাবাসী।এনিয়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।এলাকাবাসীর দাবি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া।
উল্লেখ্য,মৃত আবদুল কাদের একজন সৌদি প্রবাসী।প্রায় ২০/২৫ দিন আগে সৌদি থেকে দেশে ফেরেন।