1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
বীরগঞ্জে এক অধ্যক্ষ বরখাস্ত ভূয়া প্রশিক্ষণের সনদপত্র এমপিও স্থগিত
শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভার পৌরসভা ১ নং ওয়ার্ড আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে মেয়র প্রার্থী খোরশেদ আলম বায়েজিদ থানা পুলিশের অভিযানে ২১০০ শত পিস ইয়াবা সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয়তাবাদী নাগরিক প্রজম্ম দলের রাজবাড়ী সদর উপজেলা শাখার কমিটি উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত তাড়াশের দাসপাড়াতে ২৪ প্রহর ব্যাপী মহানামযজ্ঞা অনুষ্ঠান বাঘায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে  প্রস্তুতি সভা অনুষ্ঠিত।  ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে ক্যাবের ৮ দফা কেশবপুরে অসুস্থ গরু জবাই করার অপরাধে এক গরুর ব্যবসায়ীকে কারাদণ্ড আগাম ও পরিবেশ বান্ধব সবজি চাষে কৃষকের সাফল্য নোয়াখালীতে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় দিবস পালিত   লোহাগড়ায় পৌর বিএনপির কার্যালয়ে দোয়া অনুষ্ঠান ও মিষ্টি বিতরণ

বীরগঞ্জে এক অধ্যক্ষ বরখাস্ত ভূয়া প্রশিক্ষণের সনদপত্র এমপিও স্থগিত

  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০, ৭.৫৫ পিএম
  • ২৪২ বার পঠিত

তাজ চৌধুরী দিনাজপুর ব্যুরোঃ

কারিগরি শিক্ষা অধিদপ্তর ঢাকা এর যুগ্ম সচিব পরিচালক(পি আইডব্লিউ) এসএম ফেরদৌস আলম ও সহকারী পরিচালক মোঃ জহুরুল ইসলাম কর্তৃক গত ১৭ জুন/২০২০ইং সাক্ষরিত অফিস আদেশ মোতাবেক জানা যায়, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলাধীন চৌধুরীহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর অধ্যক্ষ জিন্নাত মহল বেগম (ইনডেক্স-৩০০৬০৫৮) এর এমপিও ভুক্তির আবেদনে দাখিলকৃত প্রশিক্ষণ সনদ ও প্রশিক্ষণ সনদ যাচাইয়ের স্বপক্ষে দাখিলকৃত প্রত্যায়ন (নেকটার কর্তৃক) জাল/ভূয়া মর্মে প্রমানিত হওয়ায় বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠান (ব্যবসায় ব্যবস্থাপনা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর অনুচ্ছেদ ২৮.১.৫ ধারা মতে চৌধুরীহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর অধ্যক্ষ জিন্নাত মহল বেগমের এমপিও স্থগিত করা হয় এবং সদয় অবগতির জন্য অনুলিপি শিক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়। এ বিষয়ে মঙ্গলবার বিকেলে জানতে চাইলে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চৌধুরীহাট টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো: ইয়ামিন হোসেন সাংবাদিকদের জানান, অভিযুক্ত অধ্যক্ষ জিন্নাত মহল বেগমকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে এবং বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে অজয় রায়কে দায়িত্ব দেয়া হয়েছে।

একই তারিখের স্মারক নং-৫৭.০৩.০০০০.০২৮.১৮.০০১.২০-৪৭১ এর চিঠির সুত্র মতে অধ্যক্ষ জিন্নাত মহল বেগমের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন প্রসঙ্গে জানা যায়, গত উক্ত কলেজের সভাপতি কর্তৃক অধ্যক্ষের এমপিও ভুক্তির আবেদন গত ২২/১২/২০১৯ খ্রিঃ তারিখ ডকেন নং ১৬৩৮ মূলে অধিদপ্তরে প্রেরণ করলে আবেদনটি যাচাই-বাছাই পূর্বক ১০তম এমপিও আবেদন বাচাই কমিটির সভায় উপস্থাপন করা হয় এবং সভায় অনুমোদনক্রমে তার সনদসমূহ সংশ্লিষ্ট বোর্ড/বিশ্ববিদ্যালয়/কর্তৃপক্ষ যাচাই প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে তাকে এমপিও প্রদানের সুপারিশ করা হলে সে মোতাবেক প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বীরগঞ্জ, দিনাজপুর কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ সঠিক মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের প্রত্যয়ন গত ১৯/০৩/২০২০খ্রিঃ তারিখে জমা দিলে উক্ত প্রত্যয়নের আলোকে গত ১৩/০৫/২০২০খ্রিঃ তারিখে অনুমোদনক্রমে তার এমপিও মে/২০২০খ্রিঃ মাস হতে কার্যকর করা হয়। পরবর্তীতে উক্ত এমপিও প্রদানের বিরুদ্ধে জনৈক মোঃ মতিয়ার রহমান অধ্যক্ষ জিন্নাত মহল বেগমের প্রশিক্ষণ সনদ সঠিক নয় মর্মে অভিযোগ পরিচালক, নেকটার, বগুড়া বরাবরে প্রেরণ করলে নেকটার কতৃক উক্ত প্রশিক্ষণ সনদ জাল/ভূয়া এবং সনদ যাচাই প্রত্যয়নও জাল/ভূয়া মর্মে প্রতিবেদন করেন। এরই প্রেক্ষিতে অধ্যক্ষ জিন্নাত মহল বেগমের এমপিও স্থগিত ও সাময়িক ভাবে বরখাস্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews