আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) সাভার উপজেলা পরিষদ চত্বর মাঠে এই সম্মাননা প্রদান করা হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব জানান, ১৯৭১ সালে একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বঙ্গবন্ধুর নির্দেশে এবং নেতৃত্বে এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ নামের একটি রাষ্ট্রের অভ্যুদয় হয়। তাঁর ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণে সাড়ে সাত কোটি নিরস্ত্র বাঙ্গালিকে তিনি সশস্ত্র বাহিনীতে পরিণত করে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেন। দীর্ঘ ৯ মাসের যুদ্ধ শেষে ১৯৭১ এর ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়। আজকে সেই ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দিনে বাঙ্গালি জাতি তাদের স্বাধীনতার স্বাদ লাভ করে।
মঞ্জুরুল আলম রাজীব আরও বলেন, এখানে উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আজ সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হচ্ছে। কারণ আপনাদের ত্যাগ ও তিতিক্ষার কারণে আমরা আজ স্বাধীন দেশে বসবাস করতে পারছি। তাই আপনাদেরকে ভুলে যাওয়া কিংবা অবহেলার কোনো সুযোগ নেই, আপনারা জাতির সূর্য সন্তান।
মঞ্জুরুল আলম রাজীব এসময় উপস্থিত মুক্তিযোদ্ধাদের প্রতি জানান, সম্প্রতি বাংলাদেশকে নিয়ে উগ্র মৌলবাদী গোষ্ঠী ষড়যন্ত্র করছে। আপনারা মুক্তিযোদ্ধারা আনুষ্ঠানিকভাবে এদেরকে প্রতিহত করবেন।
এসময় জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য সাভারে খাস জমি প্রদানের ঘোষণা প্রদান করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি এবং মুক্তিযোদ্ধাগণ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ লিয়াকত হোসেন, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম রুবেল, সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সফিউল্লাহ সুজন, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য রাজু আহম্মেদ, সাভার পৌর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য রমজান আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..