রফিকুল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্তে মোহাম্মাদ তাজুল ইসলাম নামে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে সাড়ে ৯ লক্ষ টাকার সাড়ে নয় কেজি ভারতীয় উন্নত মানের পাথর জব্দ করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা।
রোববার (৩১ অক্টোবর) দুপুরে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনে কাস্টমস স্ক্যানিং শেষে বাইরে আসলে শুল্ক গোয়েন্দারা এ পণ্য চালানটি জব্দ করে।
পাসপোর্ট যাত্রী তাজুল ইসলাম চাঁদপুর জেলার জালাল উদ্দিনের ছেলে। যার পাসপোর্ট নং-ইএফ-০১৪৩৭২৫।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারি পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, তাজুল নামে এক পাসপোর্ট যাত্রীর ব্যাগ তল্লাশী করে পাথর গুলো জব্দ করা হয়।
জব্দকৃত পাথরগুলো আংটিতে ব্যবহার হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা বলে জানান তিনি।