আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃনোয়াখালীর কোম্পানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে ঘাতকের বুলেটে নিহত তরুণ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে সাভার ও আশুলিয়ার কর্মরত সাংবাদিকরা। আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সাভার প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাভার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রওশন আলীর সঞ্চালনায় মানববন্ধন প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রূপসী বাংলা টেলিভিশনের চেয়ারম্যান ডাঃ সাজিদ হাসান রানা ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক তৌকির আহাম্মেদ প্রমূখ।
সমাবেশে বক্তারা বুরহান হত্যাকাণ্ডের চার দিন পরও কোনো অপরাধীকে গ্রেপ্তার কিংবা শনাক্ত করতে না পারায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁরা দল–মতের ঊর্ধ্বে উঠে সাংবাদিক বুরহানের খুনিদের শনাক্ত করে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য পুলিশের প্রতি দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।