1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে ক্যাবের ৮ দফা
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
উলিপুরে “তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত কালুখালী উপজেলা ছাত্রদলের শাওরাইল ইউনিয়নের কর্মী সম্মেলন  অনুষ্ঠিত                  খেলার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ রাজশাহী পুঠিয়ায় অনুমোদন ছাড়াই চলছে ইটভাটা পুড়ছে কাঠ লোহাগড়া কৃষি অফিসে বিভিন্ন তথ্য পেতে সাংবাদিকদের ভোগান্তি এখনো ঝুঁকিমুক্ত নয় মা হারা হাতি শাবকটি রইছে নিবিড় পরিচর্যায়। সারদা পুলিশ একাডেমিতে কনস্টেবলদের স্থগিত হওয়া সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত লোহাগড়ায় গরু ব্যবসায়ী অপহরণ: শিকল দিয়ে বেঁধে নির্যাতন, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি ডামুড্যায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় সাংবাদিক সহ আহত ৩ মিরপুরে মুসলিম বাজার সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে ক্যাবের ৮ দফা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৬.১১ পিএম
  • ৪০ বার পঠিত

মাসউদ রানা,দিনাজপুর।

দুর্নীতিবাজ অতি মুনাফা লোভী ব্যবসায়ীদের কার সাজির কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং আইনে নিষিদ্ধ থাকা ভোজ্য তেল ড্রামে খোলা বিক্রি বন্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

গতকাল সকাল ১১ টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক ভোক্তা অধিকার সংগঠন ‘ক্যাব’ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধন শেষে ক্রেতা স্বার্থ রক্ষায় ক্যাব প্রস্তাবিত ৮দফা দাবি বাস্তবায়নে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

প্রস্তাবিত ৮ দফায় বলা হয়েছে-অসাধু দুর্নীতিবাজ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে,নিত্য পণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে,বাজার অভিযান ও মনিটরিং বৃদ্ধি করতে হবে,টিসিবির ট্রাক সেল বাড়াতে হবে,ভোজ্য তেল খোলা বাজারে বিক্রেতাদের কঠোরভাবে আইনের আওতায় আনতে হবে,ভোক্তা স্বার্থ দেখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আলাদা বিভাগ বা কনজুমারস মন্ত্রণালয় গঠন করতে হবে,সরকার ১ কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে নিত্যপণ্য দিচ্ছে এর সংখ্যা দেড় কোটি করতে হবে,আইনে নিষিদ্ধ থাকা বাজারে খোলা ভোজ্য তেল ড্রামে বিক্রেতাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।জনকল্যাণে প্রস্তাবিত এই দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণে ভোক্তাদের পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

এ বিষয়ে দ্রুত অসাধু ব্যবসায়ীদের কারসাজি ভেঙ্গে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জোর দাবি জানান জেলা ক্যাবের সভাপতি শাহ ই মবিন জিননাহ।একটি সুষ্ঠু বাজার সংস্কৃতি গড়ে তোলার ব্যাপারে উদ্যোগী হতে হবে বলেও জানান ক্যাবের প্রতিষ্ঠাকালীন এই ব্যক্তিত্ব।

মানববন্ধন চলাকালে সভাপতির বক্তব্যে জেলা ক্যাবের সাধারণ সম্পাদক (ভারঃ)মোঃশফিকুল ইসলাম বলেন, অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনজীবনে চাপ সৃষ্টি করেছে।এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য মজুদার ও হিমাগার পর্যায়ে প্রশাসনের কঠোর তদারকি প্রয়োজন।পাশাপাশি উৎপাদন বৃদ্ধির ব্যাপারেও সরকারকে ব্যবস্থা নিতে হবে।ক্যাব প্রতিনিধি ও মিডিয়া ব্যক্তিত্ব মাসউদ রানা জানান আমরা কারো প্রতিপক্ষ নয়,দিনশেষে আমরা সকলে ভোক্তা।ভোক্তা স্বার্থ রক্ষার একমাত্র সংগঠন ক্যাব।ক্যাব জনস্বার্থে পলিসি লেভেলে কাজ করে যাচ্ছে।

মানববন্ধনে উপস্থিত বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ বলেন,অন্তবর্তীকালীন এ সরকার জনকল্যাণমুখী সরকার।স্বার্থান্বেষী একটি গোষ্ঠী দ্রব্যমূল্য বৃদ্ধির কারসাজি করে সরকারকে ব্যর্থ করার গভীর ষড়যন্ত্রে ব্যস্ত।

কেন্দ্রীয় এ কর্মসূচিতে অংশ নেন ক্যাবের নেতৃবৃন্দসহ বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের নেতৃবৃন্দ,সিডিএ’র কর্মকর্তা এবং সাংবাদিক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews